দেশে স্বর্ণ আমদানির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে ইতিবাচক হতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ নীতিবিদরা। একইসঙ্গে স্বর্ণের বাজার দেশের বাহিরেও সম্প্রসারিত করার পরামর্শ দেন তারা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) তিনদিনব্যাপী বাজুস আয়োজিত গোল্ড ফেয়ারের সমাপনি সেশনে বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা।
রাজধানী ঢাকায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মেলা। বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনব্যাপী এই স্বর্ণ মেলার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর।
তিন দিনব্যাপী এই মেলায় স্বর্ণের অলংকারের ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল রয়েছে। সেগুলোতে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।