করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সোমবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, করোনা ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তারপর ফ্যামিলিতে নানা বিপর্যয় ঘটে। নঈম কোভিডে আক্রান্ত হয়। এক সময় সুস্থ হয়ে ওঠে। আমার মা মারা যান। মাসখানেক আগে নঈম দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়। সুস্থ হয়েও ওঠে। দুই বছর নিজেকে সামলে রেখেছিলাম। কিন্তু ২০২২ এসে আর পারলাম না। কোভিড ১৯ ছাড়ল না। সবার কাছে দোয়া চাই।
বর্তমানে ফরিদা ইয়াসমিন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে দেশে গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ওমিক্রনের দাপটে মার্চ-এপ্রিলে করোনার তৃতীয় ঢেউ দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।


