TT Ads

নবজাতকের ভবিষ্যত রোগ নির্ণয় ও সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ নিওনেটাল ফোরাম (বিএনএফ) এর ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ নিওনেটাল ফোরাম যা বাংলাদেশের নবজাতক বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে। তাদের ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২৩-২৪ এপ্রিল ২০২৫ইং তারিখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও এ অনুষ্ঠিত হয়।

সম্মেলনের আগে দিন ২২ এপ্রিল নবজাতকদের পুষ্টি এবং কিভাবে রিসার্চ পেপার শিখতে হয় এর উপর দুটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সারাদেশ থেকে ৭ শত ২১ জন নবজাতক বিশেষজ্ঞ এবং ৪ জন বিদেশী বিশেষজ্ঞ তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘Quality Newborn Care at Facility and Home: A pathway to Healthier Future’. সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এমকিউ-কে তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ এর ডেপুটি বাংলাদেশ প্রতিনিধি এমা ব্রিগ্রাম (Emma Brigham) ও বিএনএফএর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক নাজমুন নাহার। সভাপতিত্ব করেন বিএনএফএর সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন। ফোরামের মহাসচিবের বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন বিএনএফ এর সহ-সভাপতি অধ্যাপক সুখময় কংস বনিক।

সম্মেলনে উন্নয়ন সহযোগীদের মধ্যে Unicef, Save the Children, Projhanmo, Research Foundation, Icddr’b Orbis, Noora Health তাদের গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি পলিসি সেশন অনুষ্ঠিত হয়। উক্ত পলিসি সেশনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নবজাতকের পায়ের গোড়ালীর রক্ত পরীক্ষা করে ভবিষ্যৎ রোগ নির্ধারণে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা’। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মাননীয় সচিব ডা. মোঃ সারওয়ার বারী। এই অনুষ্ঠানেও সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন, সভাপতি, বাংলাদেশ নিওনেটাল ফোরাম। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিএনফএর সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *