ভাসমান মানুষ গণনার মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম।
মঙ্গলবার (১৪ জুন) মধ্যরাতে কমলাপুর রেলস্টেশনে ভাসমান ও ছিন্নমূল মানুষের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে এই শুমারির কাজ।
এবারই প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে শুমারির কাজ। ব্যবহৃত হচ্ছে ট্যাব ও সফটওয়্যার।
প্রতিদিন সকাল থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মোট ৪৫টি প্রশ্নের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হবে। সারাদেশে শুরু হওয়া এই কার্যক্রমে তথ্য সংগ্রহে কাজ করছেন ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন কর্মী।
জনশুমারিতে শুধু পরিসংখ্যানই নেয়া হবে। অন্য কোন বিষয় নেয়া হবে না বলে জানানো হয়েছে।


