থেমে নেই সিগারেট কোম্পানিগুলোর লাভের পরিমাণ। সংকটকালীনও বছরের তৃতীয়ার্ধে (জুলাই-সেপ্টেম্বর) ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (ব্যাট) লাভ হয়েছে ৪০৯ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের বছরের তৃতীয়ার্ধে ছিল ২৯৪ কোটি ৩০ লাখ টাকা।
লাভের পাশাপাশি শেয়ারবাজারেও বেড়েছে ব্যাটের শেয়ারের দাম। ২০২১ সালে যেখানে প্রতিটি শেয়ারের বিপরীতে আয় ছিল ৫ দশমিক ৪৫ টাকা, চলতি বছরের সেপ্টেম্বরে এসে তা দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৯ টাকা।
সম্প্রতি ব্যাটের একটি খসড়া প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির লাভ হয়েছে ১ হাজার ৩২৪ কোটি টাকা। ২০২১ সালের প্রথম নয় মাসে এ লাভের অঙ্ক ছিল ১ হাজার ১৫৬ কোটি টাকা।
২০২১ সালের ডিসেম্বরে ব্যাটের প্রতিটি শেয়ারের দাম বেড়েছিল ৬৮ দশমিক ১৩ টাকা, যা চলতি বছরের সেপ্টেম্বরে দাম বেড়েছে ৭৭ দশমিক ৬৫ টাকা।
এদিকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, শেয়ারবাজারে তারা তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে একশ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেবে; যা গত বছরের তুলনায় অনেক বেশি।


