পটুয়াখালীর বাউফল পৌরসভা ও ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সোমবার (৩১ জানুয়ারি) সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, পটুয়াখালী জেলার বাউফল পৌরসভা এবং ২১৯টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোন শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।
একইসঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা-উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দেয়া হয়।