TT Ads

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে তিতাসের ফতুল্লা জোনাল অফিসের আওতাধীন নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আকস্মিক একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিতাস গ্যাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) অভিযানে ফতুল্লার ভূইগড় এলাকার আনিকা ওয়াশিং প্ল্যান্টের ০১টি ৩০০ কেজি বয়লার, ০৪টি ড্রায়ার; রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরির বার বার্ণার, স্টার বার্ণার; এন এস ওয়াশিং প্ল্যান্টের ০৪টি ড্রায়ার; সূচি প্রিমিয়াম বেকারীর ০৪টি ওভেন, ০১টি টানেল ও ১টি স্টার বার্ণারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।

উপরোক্ত ০৪ টি স্পটে মোট ৬,৪৪৫ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেনে।

এক প্রেস রিলিসের মাধ্যমে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *