TT Ads

ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হতাহতের কথা স্বীকার করেছে রাশিয়া। এক বিবৃতিতে মস্কো জানিয়েছে, বিশেষ সামরিক অভিযানকালে রুশ সামরিক বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছেন। জাতীয়তাবাদীদের নিঃশ্বেষ করে দেওয়ার সংখ্যার চেয়ে রুশ সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষয়ক্ষতি স্বীকার করলেও সঠিক সংখ্যা উল্লেখ করেননি।


এদিকে বেলারুশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ঝিটোমির বিমানবন্দরে আঘাত হেনেছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক ও রাশিয়া টুডে (আরটি) নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) জোটটির কূটনীতিক জোসেফ বোরেল এমন দাবি করেছেন।

ব্রাসেলসে ইউরোপের হাই রিপ্রেজেন্টিটিভ ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিট পলিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার গুজবের বিরুদ্ধে লড়াই করতে এসব আউটলেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বোরেল বলেন, রাশিয়ার গুজব ছড়ানো বন্ধ করতে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমরা সাপের মাথা ভেঙে দিতে চাই।

এদিকে ইউরোপীয় আকাশপথে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন এমন দাবি করেছেন।

তিনি বলেন, আমরা রুশ মালিকানাধীন, রুশ নিবন্ধিত ও রুশ নিয়ন্ত্রীত বিমান ইউরোপের আকাশে নিষিদ্ধ করতে যাচ্ছি। এসব বিমান ইউরোপে অবতরণ কিংবা আকাশ পথ দিয়ে চলাচল করতে পারবে না। রাশিয়ার প্রতিটি বিমানের জন্য আমাদের আকাশপথ বন্ধ। এতে অভিজাতদের ব্যক্তিগত মালিকানাধীন জেটও অন্তুর্ভুক্ত করা হয়েছে।

এর আগে বহু ইউরোপীয় দেশ তাদের আকাশ পথে রাশিয়াকে নিষিদ্ধের কথা জানিয়েছিল। ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইতিহাসে এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় জোট।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *