চলতি অর্থবছর শেষে ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। কোন দেশের ট্রেড ব্যালেন্স স্বাভাবিক না থাকলে অশনী হয়ে দাঁড়ায়। বাংলাদেশ স্থিতিশীল পর্যায় রয়েছে বলেও জানান গভর্ন।
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক কর্তৃ ক রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এসব জানান তিনি।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শেখ মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, অবৈধভাবে বিদেশ থেকে টাকা পাঠালে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন হয়। তাই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সব ধরণের সুযোগও নিশ্চিত করতে হবে নতুন দেশগুলোতে কাজ করতে হবে প্রবাসীদের জন্য। –
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুল সালেহীন বলেন, যারা কষ্ট করে আয় করে দেশের উন্নয়নে এত সহায়তা করছে, সে সমস্ত প্রবাসীদের জন্য ব্যাংকগুলোকে কাজ করার আহবান জানান।
রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, নানাভাবে বিদেশে সেবা দেয়া হচ্ছে। প্রবাসীদের আরো কতটা কাছে গিয়ে সেবা দেয়া যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। এসময় হুন্ডি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানায় প্রতিষ্ঠানগুলো। মানি এক্সচেঞ্জ রেট নিয়ে অস্থিরতা কমাতে দেশভিত্তিক রেট নির্ধারণের দাবি জানায় আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা।
এ সময় অ্যাওয়ার্ড পাওয়া প্রবাসী ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রবাসী, ব্যবসায়ী, তাদের পরিবার, বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


