বসন্ত মানেই উচ্ছাস। ভালোলাগা আর ভালবাসার নতুন মোড়। নতুন সাঁড়া আর উদ্দীপনায় ভাসে নগর, প্রান্তিক জীবন। যদিও এর ছোঁয়া বেশি দেখা যায় শহুরে জীবনে।

এবারের ১৪ই ফেব্রুয়ারিও বসন্ত আয়োজনের কমতি ছিল না। যে যেভাবে পেরেছে সাধ আর সাধ্য দিয়েই উদযাপন করেছে দিনটি।

ঢাকা শহরের বিভিন্ন বিনোদন স্পটের পাশাপাশি রমনা পার্কজুড়েও ছিল একই পরিবেশ। পরিবার পরিজন, স্বজন, বন্ধুমহল, কপত-কপোতি; বাদ যায়নি কেউই।

বেশ হাসি আনন্দ আর ছুটোছুটির মধ্যে দিয়ে দিনটি পালন করেছে সবাই। তবে বসন্ত আর বিশ্ব ভালবাসা দিবস এক দিনে হওয়ায় উৎসবের রঙ একটু বেশিই গাড় ছিল।


