ব্যাপক অর্থনৈতিক সংকট শ্রীলঙ্কায়। প্রয়োজনীয় তহবিল না মেলায় স্থানীয় সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচী স্থগিত করেছে শ্রীলংকা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দেশটির শীর্ষ আদালত নির্বাচন সংক্রান্ত একটি পিটিশনের শুনানি আগামী মে মাস পর্যন্ত স্থগিত করেছিলেন।
দেশটির নির্বাচন কমিশন এখন প্রয়োজনীয় তহবিলের জন্য পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াবা আবেইওয়ার্দানার সঙ্গে যোগাযোগ করছে।
আগামী ৯ মার্চ ভারত মহাসাগরের ওই দ্বীপরাষ্ট্রে স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের তরফে সে দেশের সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতিতে ভোটের আয়োজন করা সম্ভব নয়।
এরপরই আদালতে রিট করেন বিরোধী দলের সদস্যরা। এর প্রেক্ষিতে শীর্ষ আদালতে জমা দেওয়া শ্রীলংকা নির্বাচন কমিশনের হলফনামায় বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় ব্যালট ছাপানোর খরচ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ ছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানি, বুথের নিরাপত্তায় পুলিশ মোতায়েনসহ অন্যান্য খরচও পাওয়া যাবে না।
এরপরই বৃহস্পতিবার ওই রিটের শুনানি আগামী মে মাস পর্যন্ত স্থগিত করেন সর্বোচ্চ আদালত। এর একদিন পরই নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিল দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনের পরবর্তী সময়সূচী ৩ মার্চ জানিয়ে দেওয়া হবে। খবর এনডিটিভি।


