রাজধানীর কারওয়ানবাজার, ইস্কার্টন, বাংলামোটর, কাঁঠালবাগান, হাতিরপুল। এই করপোরেট এলাকার মানুষের জন্য একমাত্র শ্বাস নেয়ার জায়গা ছিল পান্থকুঞ্জ পার্ক। মুক্ত বাতাসে একটু হাটাচলা, শিশুদের খেলাধুলা বা ব্যস্ত নগরীর মানুষের একটু বিশ্রামের জায়গা ছিল এ পার্ক।
কিন্তু মানুষের কথা না ভেবেই এটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। প্রায় ৫ বছর ধরে পার্কটি হারিয়েছে স্বাভাবিক পরিবেশ। যা পরিবেশ ও প্রতিবেশের জন্য হুমকি।
পান্থকুঞ্জ পার্ক রক্ষার আন্দোলনে যিখন পরিবেশ কর্মীরা। তথন তাদের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। এর বিরুদ্ধে ও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ২০২৫। বিকাল ৩টা ।
স্থান: পান্থকুঞ্জ পার্ক থেকে সার্ক ফোয়ারা।
পান্থকুঞ্জ প্রভাতী সংঘ ও বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের আয়োজনে এই শহরে বসবাসকারী সাধারণ মানুষকে আহবান জানানো হয়েছে।


