রমজানের পূর্বে প্রতিবছরের ন্যায় এবারও মালদ্বীপের হাউসিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে নাইট বিজনেস শো।
মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী আইল্যান্ড হূলোমালে অনুষ্ঠিত দশ দিনব্যাপী এই নাইট মেলায শুরু হয় ৯ মার্চ। এতে মালদ্বীপের সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন দেশের প্রবাসীরা ও অংশগ্রহণ করেন।
মেলায় প্রবাসী বাংলাদেশীরা পার্ট টাইম কাজ করার সুযোগ মেলেছে। মেলায় প্রতিটি স্টলে বাংলাদেশী কর্মীরা রয়েছেন। যার ফলে, প্রবাসী বাংলাদেশী ক্রেতাদের দর-দাম ঠিক করেই নিত্য প্রয়োজনীয় সামগ্রিক কিনতে সুবিধা হয়।
নিম্ন আয়ের প্রবাসীরা এই মেলার অপেক্ষায় থাকেন। কারণ, মেলা ব্যতীত অন্যান্য সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেশি। এই মেলায় রয়েছে, মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জামাকাপড় ছাড়াও ইলেকট্রনিক্স আইটেম সহজ যাবতীয় প্রয়োজনীয় বস্তু। যা অন্য সময়ের তুলনায় অর্ধে ক দামে কিনতে পারেন প্রবাসীরা।
মেলায় স্টলগুলোতে বাংলাদেশী খাবার প্রদর্শন করা হয়। এই খাবারের জন্য বাংলাদেশী প্রবাসীরা হুমরি খেয়ে ভিড় জমান।
মেলায় আসায় প্রবাসী বাংলাদেশীরা মনে করেন, মেলার মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানের কথা মনে করিয়ে দেয়। এই মেলাতে বাংলাদেশের প্রবাসীরা খুঁজে পায় তাদের দেশীয় কালচার সাথে সাথেই দেশীয় বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়।
প্রতিবেদন- ওমর ফারুক/মালদ্বীপ প্রবাসী


