সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে গেঁথেছে নিউজিল্যান্ডের এই ব্যাটারের।
সম্মানে অভিভূত হয়ে কিউই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- ‘বাংলাদেশের এই সম্মান তিনি ভুলবেন না।’
বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩৯ বলে ২৮ রান করেন তিনি। চারটি চারের বাউন্ডারি ছিল ইনিংসে। এটি হতে পারে টেস্ট ক্যারিয়ারে তার শেষ ইনিংসও।
মাঠে প্রবেশের সময় টেলরকে বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশ থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে ‘গার্ড অব অনার’ দেন। যার ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন টেলর।
তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। আজ ক্রিজে যাওয়ার সময় সত্যিকার অর্থে সম্মানজনক মুহূর্ত উপহার দেয়ার জন্য।’
প্রথম টেস্টে জয়ের পর ক্রাইস্টাচার্চে টাইগারদের অবস্থা বেশ নড়বড়ে। ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে ১২৬ রানে অলআউট সফরকারী বাংলাদেশ।


