TT Ads

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে।

ডিসকাউন্টের কারণে কোম্পানিটি বন্ডের বিপরীতে ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা পাবে। তবে মেয়াদ শেষে বন্ডহোল্ডারদেরকে ২০০ কোটি টাকা পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সূত্র বলছে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৫ বছর। ডিসকাউন্টের হার হবে ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *