প্রেমেই দুর্বলতা আছে বলিউডের ভাইজান সালমানের, বিয়েতে নয়। শোনা যাচ্ছে হলিউড অভিনেত্রী সামান্থা লকউড নাকি নতুন বসন্ত হয়ে এসেছেন ‘টাইগার’-এর জীবনে।
ক্যাটরিনা কইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভন্তুর— বিদেশিনীদের প্রতি সলমন খানের দুর্বলতার ইতিহাসও নতুন নয়। ঘটনা সত্যি হলে, এ বার সেই তালিকায় জুড়ছে নতুন নাম।
সম্প্রতি বলিউড তারকাদের সঙ্গে ধীরে ধীরে পরিচিত হচ্ছেন আমেরিকান মডেল-অভিনেত্রী। মুম্বইয়ের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার দফতরে গিয়েছিলেন সামান্থা।
ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্টের দফতরেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু হঠাৎ সলমনের সঙ্গে তাঁর নাম জড়ানোর কারণ কী? সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সলমনের সঙ্গে দেখা গিয়েছিল সামান্থাকে। সেখানেই একসঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন দুই দেশের দুই তারকা।
সেই ছবি চার দিকে ছড়িয়ে পড়তেই যাবতীয় গুঞ্জনের সূত্রপাত। সেখানেই অবশ্য শেষ নয়। অভিনেতার ৫৬তম জন্মদিনের উদযাপনে তার পানভেলের বাড়িতেও উপস্থিত ছিলেন বিদেশিনী অভিনেত্রী।


