নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই কারখানা।
গত ১৮ ডিসেম্বর তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের শ্র্রিপেরুমবুদুর শহরে অবস্থিত ফক্সকনের এ কারখানায় কর্মরত ১৭ হাজার কর্মী মধ্যে ২৫০ জন কর্মী অসুস্থ হয়ে পড়ায় বন্ধ করে দেয়া হয়েছিল কারখানাটি।
কর্মীদের নিম্নমানের খাবার পরিবেশন এবং খারাপ কর্মপরিবেশের কারণে ফক্সকন ইন্ডিয়া বন্ধ করে দেয়া হয়েছিল। জানা গেছে, বুধবার ৫০০ কর্মী নিয়ে কারখানা কার্যক্রম শুরু হবে।
কিছু ডরমিটরি ও আহার কক্ষে প্রয়োজনীয় মান অনুসরণ না করায় ফক্সকনের চেন্নাই কারখানাকে ‘অন প্রোবেশন’ চিহ্নিত করে অ্যাপল। অ্যাপলের এ লেভেল কোনো কারখানায় দেয়া হলে সেখানে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়।
ভারতের চেন্নাই-এ কারখানায় আইফোন ১২ নির্মাণ করে আসছিল ফক্সকন। ভারতের একমাত্র কারখানা হিসেবে পরীক্ষামূলকভাবে আইফোন ১৩ নির্মাণ করে আসছিল। উল্লেখ্য, ভারতের এমন ৮টি সাপ্লায়ার কারখানা আছে অ্যাপলের।


