সময় বাড়বে এমন প্রত্যাশা পূরণ আর হলো না। শেষ হচ্ছে পূর্বাচলে দ্বিতীয়বারের মতো আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩। আরও সাত দিন মেলার সময় বাড়ানোর দাবি করেছিলেন ব্যবসায়ীরা। তবে মেলার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
আজ (৩১ জানুয়ারি) মঙ্গলবার সমাপণী অনুষ্ঠান। ব্যবসায়ীরা বাণিজ্যমেলার সময় বাড়ানোর দাবি জানালেও বাড়ানো হচ্ছে না মেলার সময়। বিকাল ৪টায় সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের বাণিজ্যমেলা।

এদিকে শেষ দিনে অন্তত সাড়ে ৩ থেকে ৪ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে জানিয়েছেন আয়োজকরা। উপচে পড়া ভিড়ে অন্যান্য দিনের তুলনায় বিক্রিও দ্বিগুণ হযবে, বলছেন ব্যবসায়ীরা।
গতবার প্রথমবারের মতো আয়োজনে কিছুটা অগোছালো থাকলেও এবার অনেকটা ভালো লেগেছে দর্শনার্থীদের।


