অনেক দিন ধরেই দ্বিতীয় বিয়ের গুঞ্জণ ছিল দর্শকদের মুখে। আগের স্বামী মাহিন সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন সারিকা।
শোবিজ পাড়ায় বেশ দর্শকপ্রিয় মুখ সারিকা সাবরিন। অবশেষে গত ২ ফেব্রুয়ারি তিনি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্বামীর নাম বি. আহমেদ।
দুই পরিবারের উপস্থিতিতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান সারিকা। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ইচ্ছা করে জানানো হয়নি। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।’
জানা গেছে, সারিকার স্বামী পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এর আগে ২০১৪ সালে ভালোবেসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। মাহিম-সারিকা দম্পতির এক মেয়ে আছে।
মডেলিংয়ের মাধ্যমে ২০০৬ সালে ক্যারিয়ার শুরু করেন সারিকা। বিজ্ঞাপনে কাজ করে বেশ পরিচিতি পেয়েছিলেন।


