অভিনেত্রী নিপুন আদালতের আদেশ অমান্য করেই চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসেছেন বলে অভিযোগ করেছেন অভিনেতা জায়েদ খান।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। জায়েদ বলেন, সাধারণ সম্পাদক পদে দায়িত্বে বসা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ দিয়েছেন আদালত। ১৩ তারিখ পর্যন্ত আদালত ‘স্থিতাবস্থা’ দিয়েছেন, তারা কি এর মানে জানে না?
বৃহস্পতিবার বিকেল ৩টায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারে বসেছেন নিপুণ আক্তার। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূরসহ অনেকে।
এদিন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের নেতারা সাধারণ সম্পাদক হিসেবে বরণ করে নিয়ে নিপুণকে মিষ্টি মুখ করান। নিপুণের টেবিলে সাধারণ সম্পাদক হিসেবে নেম প্লেটও রাখা হয়। অভিনেত্রী ও সাংগঠনিক সম্পাদক শাহনূরের জন্মদিনও পালন করা হয় এদিন।


