আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা।
মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে নেয়া ছবিতে সেই ছাপ স্পষ্ট।
সোমবার বিকেলে এই খবর পরী নিজে জানিয়েছেন তাঁর ফেসবুক পেজে।
নায়ক শরিফুল রাজের সঙ্গে তাঁর ছবি দিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ রাজ। কনগ্র্যাচুলেশন পরী।’
তিনি জানান, কয়েক দিন ধরেই তিনি বুঝতে পেরেছিলেন তাঁর শরীরে আসন্ন পরিবর্তনের কথা। সোমবার তিনি এবং রাজ চিকিৎসকের কাছে যান। জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। রাজের সন্তান ধারণ করেছেন।
পরিচালক গিয়াসুদ্দিন সেলিম জানিয়েছেন, ‘গুণিন’ ছবিতে অভিনয় সূত্রে পরিচয় এবং প্রেম হয় রাজ-পরীমণির। গোপনে বিয়েও করেন তারা।
যদিও সেই খবর ছড়িয়ে পড়তে দেননি তারকা দম্পতি। পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, তিনিও শুনেছেন এই খবর।


