কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ।
পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি মেলে গত সপ্তাহে। তালিকায় ছিল ‘মান্নাত’-ও।
মহারাষ্ট্র পুলিশের দফতরে আসা ওই ফোনটিতে বাণিজ্যনগরীর বেশ কিছু জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছিল।
জানা গেছে, ফোন এসেছিল মধ্যপ্রদেশের জবলপুর থেকে। পরে জীতেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে আটক করা হয়। মধ্যপ্রদেশ পুলিশের হেফাজতে আছেন অভিযুক্ত।


